উষসী  বাংলা
উষসী  বাংলা

উষসী বাংলা

  • বর্ষ ১ সংখ্যা ১ • ১০ অক্টোবর ২০২১
  • Price : Free
  • Bangla Sanskriti Prosar Samiti
  • Language - Bengali
This is an e-magazine. Download App & Read offline on any device.

 

        শিশু-কিশোর মন স্বভাবতই কল্পনাপ্রবণ। ঠিকঠাক অনুশীলন আর পরিচর্যার মধ্যে দিয়েই সেই কল্পনা শক্তিকে উস্কে দেওয়া সম্ভব। বহু স্কুলই তাই ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে পড়ুয়াদের উৎসাহিত করার কাজটা করে থাকে। ছাপার অক্ষরে প্রথম নিজের লেখা নিজের নাম দেখে ওদের মধ্যে একটা আলাদা আনন্দের শিহরণ বয়ে যায়। তখন তাদের সেই চওড়া হাসি তাদের মনে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শুরু করে। পাশ থেকে কে যেন চুপি চুপি শুনিয়ে যায় কবি সুনির্মল বসুর উদ্বুদ্ধ করা সেই 'চার্লাইন'-

"কিশোর হলেও তুচ্ছ তো ন'

জানিস তোরা ঠিক করে,

বীজের ভেতর সুপ্ত থাকে

আকাশ ছোয়া বৃক্ষ রে।"

 

        কিন্তু গ্রাম বাংলার এমনকি শহর শহরতলীর অনেক স্কুলের ম্যাগাজিন প্রকাশের কোনো ব্যবস্থাই থাকে না, থাকলেও তা নিয়মিত বেরোয় না। সেইসব স্কুলের পড়ুয়ারাও তাই 'লেখক' হওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। তাদের লেখা মেলে ধরার জন্যই এই পত্রিকা।